ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে: সিইসি


নভেম্বর ২৬, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন যে, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে সন্তোষজনক নয়। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হবে এবং ভোট গ্রহণকে আরও নিরাপদ ও সুষ্ঠু করা সম্ভব হবে। বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে বিজিবি সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্বের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে কড়াকড়ি ও প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় ভোটের সময় বিশেষ ঝুঁকি থাকতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা চিনহিত করে সেখানে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মাধ্যমে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং নির্বাচনের পরিবেশ হবে নিরাপদ ও স্বচ্ছ।

তিনি জনগণকে আশ্বাস দেন যে, ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সিইসি বলেন, প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো নির্বাচনের প্রস্তুতিতে সম্পূর্ণ সক্রিয় রয়েছে এবং যে কোনো ধরনের সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর ফলে দেশব্যাপী সুষ্ঠু, ন্যায়সংগত এবং জনমতকে প্রতিফলিত করতে সক্ষম একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।