টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভূমিকথা নামক পুস্তিকার উপর কুইজ প্রতিযোগিতা,সেমিনার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩নভেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে বালিগাও উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় বালিগাও উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় বেতকা ও তৃতীয় হয় আউটশাহি রাধানাথ উচ্চ বিদ্যালয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এছাড়াও প্রতিযোগিতায় চমৎকার পারফর্মেন্সের স্বীকৃতিস্বরূপ আরও ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসিফ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ।কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী শেষে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

