ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

জৈন্তাপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


নভেম্বর ২১, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি:   বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) লে: কর্ণেল সৈয়দ আলী আহমদ বলেছেন, জাতি রাষ্ট্র গঠনে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জীবন বাজিঁ রেখে কাজ করে যাচ্ছেন। দেশের অনেক কঠিন সময়ে সশস্ত্র বাহিনীর অবদান আমাদের নতুন প্রজন্ম আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে দেশের সশস্ত্র বাহিনীর অনেক ভুমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে নিহত সকল শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। তিনি দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি এবং মানুষের কল্যাণে (অব:) সেনা সদস্যদের কাজ করতে সবার সহযোগিতা প্রয়োজন।
২১ নভেম্বর শুক্রবার সকালে জৈন্তাপুর প্রেসক্লাব হল রুমে রাওস ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা কমিটি আয়োজিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওস ফাউন্ডেশন সিলেট জেলার উপদেষ্টা (অব:) লে: কর্ণেল সৈয়দ আলী আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাওস ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: আহসান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: রইস উদ্দিন, ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) আব্দুল মালেক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (অব:) লেন্স কর্পারোল আব্দুন নূর। অনুষ্ঠান পরিচালনা করেন রাওস জৈন্তাপুর শাখার সাংগঠনিক সম্পাদক (অব:) লেন্স কর্পােরাল আব্দুল মালেক ।
এসময় সভায় উপস্থিত ছিলেন (অব:) সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম, হারনুর রশিদ, ফারুক আহমদ, সাইফুল ইসলাম, সৈনিক কবির আহমদ, আব্দুল মান্নান, সেলিম আহমদ ও আব্দুর রহমান।
অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ-সভপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সদস্য গোলাম সরওয়ার বেলাল সহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি লে: কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ-কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।