

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ৬১ বোতল ফেন্সিডিল ও ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এসময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
র্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৩১শে অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন মোকামপুন্জি খাসিয়া পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেখানো তথ্য মতে একটি বস্তা থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন শ্রী নাগেশ্বর পাত্র (৩৫), পিতা- শ্রী মতিনন্দ পাত্র সাং-পশ্চিম ঠাকুরে মাটি অপর জন হলেন মো. আনোয়ার হোসেন (২৬), পিতা - বাবুল মিয়া সাং-আদর্শগ্রাম ও কুশ পাত্র (২২),পিতা - বদই পাত্র,সাং-মোকামপুঞ্জী। তারা সকলেই জৈন্তাপুর থানার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির করতো তারা।
একই দিন রাত ১০টা ২৫ মিনিটে জৈন্তাপুরের নয়াখেল জামে মসজিদের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব -৯। এ সময় অভিযান টের পেয়ে দুই ব্যক্তি একটি পিকআপ ফেলে পালিয়ে যায়। পিকআপ তল্লাশিতে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।উক্ত পৃথক দুই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে মাদক ও জব্দকৃত যানবাহন জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭