ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎চুনারুঘাটে মাদ্রাসা পরিচালক বলাৎকারের অভিযোগে আটক


নভেম্বর ৫, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠার পর তাকে পুলিশ আটক করেছে।‎আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)। তিনি চুনারুঘাট সদর এলাকার ডি.সি হাইস্কুলের পূর্ব পাশে, পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে ইমরান সরকারের বিরুদ্ধে।বিষয়টি এলাকায় প্রকাশ পেলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।‎আটক ইমরান সরকারের বাড়ি মিরাশি ইউনিয়নের কালেঙ্গা হিমালিয়া গুলামবাড়ী গ্রামে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছু প্রমাণ পাওয়া গেছে। আটক ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”‎ঘটনার পর থেকে মাদ্রাসায় আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।