

ভোরের খবর ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বেগম জিয়া। অনুষ্ঠানের এক ফাঁকে প্রধান উপদেষ্টা তার সঙ্গে আলাদা করে কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের সাইডলাইনে দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসন প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার সহধর্মিনী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি উপস্থিত ছিলেন।
সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান। গত বছরের মতো এবারও তিনি সশস্ত্র বাহিনী দিবসের এই সংবর্ধনায় অংশ নেন।
গাড়ি থেকে নেমে খালেদা জিয়া হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে যান এবং মঞ্চে প্রধান উপদেষ্টার ডান পাশে আসন গ্রহণ করেন। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য নেতারাও চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭