কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থীদের জন্য বিশেষ ‘পাশ কার্ড’ চালু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. মো. একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ);
ডা. সাইফুল ইসলাম, উপপরিচালক;
ডা. এস. কে. এম. নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেমাটোলজি বিভাগ);
এবং ডা. মীর নূর-উস-সাদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন বিভাগ)।
এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।
ঙবক্তারা বলেন, রোগী দর্শনার্থী পাশ কার্ড চালুর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা ও রোগীসেবা আরও উন্নত হবে। দর্শনার্থীদের প্রবেশ-নিয়ন্ত্রণ সহজ হবে এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব থাকবে। সাইফুল মালেক বলেন, এই হাসপাতালের ভিতরে কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, এতে রোগিদের অনেক ভোগান্তি হতে হয়,অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

