ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে মাদকমুক্ত প্রজন্ম গঠনে সেমিনার অনুষ্ঠিত


নভেম্বর ১১, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:   “মাদক মুক্ত প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যত” স্লোগানে কিশোরগঞ্জে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শুকতারা সমাজকল্যাণ সংস্থা এ সেমিনারের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কামরুল হাসান মারুফ।

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) শেখর রঞ্জন পাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক এনায়েত হোসেন ও কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন রেজাউল হাসানাত নাহিদ।বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবগত করা প্রয়োজন।

পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায়ই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা তরুণদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত হওয়ার প্রতি আহ্বান জানান।সেমিনার শেষে ইউএনও জনাব কামরুল হাসান মারুফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল উপহার দেন।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।