কিশোরগঞ্জ প্রতিনিধি: সরকারি চাকরিতে স্থগিত ১৪ মাসের বকেয়া ভাতা প্রদান, তিন বিভাগের অধীন থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে পৃথক করার সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)–এর জেলাশাখা।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৪৮ বছরের ঐতিহ্যবাহী নার্সিং প্রশাসনকে ভেঙে বিভাগভিত্তিক বিভাজনের প্রতিবাদে শতাধিক নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তা এতে অংশ নেন।বিএনএ কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. আশেক মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভে নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক, শিউলি বেগম, উদয় শংকর পাল, জাহাঙ্গীর আলম, বদরুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রাপ্য ভাতা স্থগিত থাকা, প্রশাসনিক বিভাজন এবং অধিদপ্তরের কাঠামোগত জটিলতায় নার্সদের পেশাগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমস্যাগুলোর সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা। ইতোপূর্বেও স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ধ্বংস করে একটি মহল নিজেদের মত কুক্ষিগত করার অপচেষ্টা করেছে ততবারই আমরা তা প্রতিহত করেছি।বর্তমান ও ভবিষ্যতে জনকল্যাণমূখী স্বাস্থ্য ব্যবস্থাপনা বিরোধী যেকোন কর্মকান্ড আমরা প্রতিহত করতে প্রস্তুত আছি।এসময় মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের নার্স, মিডওয়াইফ এবং নন-নার্সিং কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

