ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কাজিপুরের দূর্গম চরে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনারে শেষ শ্রদ্ধা


নভেম্বর ২৭, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ পলাশ শেখ (কাজিপুর উপজেলা) প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সর্বজনশ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমান্ডার মোঃ সাইদুজ্জামান (পিতা: মৃত মোফাজ্জল হোসেন) আর নেই। গতকাল ২৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

আজ (২৭ নভেম্বর) সকাল ১০টায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তাঁর জানাজা। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুসংবাদ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভোরেই স্পিডবোটে করে দূর্গম চরের উদ্দেশ্যে রওনা হয়ে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হন। তাঁর সঙ্গে ছিলো জেলা পুলিশের অনার গার্ড পার্টি।গার্ড অব অনার প্রদানের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাজায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মুক্তিযুদ্ধের এই বীর সন্তানকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী ও অসংখ্য সাধারণ মানুষ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।