ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন


নভেম্বর ২৫, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় এবং তারা দ্রুত কাজ শুরু করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে আরও চারটি ইউনিট যোগ করা হয়, ফলে বর্তমানে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া, আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এবং তারা ঘটনাস্থলে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি। তবে আগুনের বিস্তার রোধ এবং আশপাশের এলাকাকে নিরাপদ রাখার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের ধোঁয়া দেখা মাত্রই বাসিন্দারা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, কড়াইল বস্তি অত্যন্ত ঘনবসতি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধারকর্মী এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ চালিয়ে যাবে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনও উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশপাশের এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।