

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে। সোমবার বিকেল ৪টার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, বর্তমানে ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলছে। এই সময়ে যদি কেউ তার এনআইডি সংশোধন করেন, তবে ভোটার তালিকা ও হাতে থাকা এনআইডিতে তথ্যের ভিন্নতা দেখা দিতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা চূড়ান্ত হওয়া পর্যন্ত এনআইডি সংশোধন ও স্থানান্তরের কাজ বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, যদিও সংশোধনের কাজ স্থগিত, তবে কেউ চাইলে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ, শুনানি ইত্যাদি কার্যক্রম চলবে, তবে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু হবে না।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭