নিজস্ব প্রতিবেদক: সারাদেশে একসঙ্গে ৮২৬ জন বিচারকের বদলি ও পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে ৮২৬ জন বিচারককে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলীকৃত বিচারকদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে এবং আগামী ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যারা প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বহিঃবাংলাদেশ ছুটিতে রয়েছেন, তাদেরও যথাসময়ে প্রশিক্ষণ বা ছুটি শেষে নতুন পদে যোগদান করে কার্যভার হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি ও বদলির কার্যক্রমকে স্বচ্ছ এবং সময়মতো সম্পন্ন করার গুরুত্ব আরোপ করেছে। এই পদোন্নতি ও বদলির মাধ্যমে বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধি, দায়িত্বের পুনর্বিন্যাস এবং সারাদেশে বিচারিক কার্যক্রমের সমতা বজায় রাখার লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সকল কর্মচারীকে অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে, যা দেশের বিচারব্যবস্থার গতিশীলতা এবং সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করবে।

