আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় নবগঠিত “আশুলিয়া সাংবাদিক ক্লাব”-এর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) স্থানীয় এক রেস্টুরেন্টে সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিকবৃন্দ।
গঠিত আহ্বায়ক কমিটিতে মো: শামীম আহমেদ -কে আহ্বায়ক, জাকির আহমেদ জীবনকে যুগ্ম- আহবায়ক ও কেএম সবুজ -কে সদস্য সচিব এবং ১নং সদস্য সোহান আহমেদ সানাউল,বাবু তিস্তা,জহুরুল ইসলাম,আব্দুল্লাহ আল মনির কে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার রক্ষার লক্ষ্যে এ সংগঠন কার্যকর ভূমিকা রাখবে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে নিয়মিত কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।উপস্থিত সাংবাদিকরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

