

আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় গ্যাং লিডার-ছিনতাই চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছেন যৌথবাহিনী। এসময় ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি সহ অপরাধমূলক প্রমাণ সম্বলিত ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।সোমবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্প এবিষয়ে নিশ্চিত করেন। এরআগে রোববার রাতভর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,ঢাকা জেলার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ওহিদুলের ছেলে আফজাল (২৯) এবং একই এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), আরিফুল ইসলাম (২৩), জুঁই (২৬) ও উত্তর গাজিরচটের কাওসার (২৪)।এবিষয়ে যৌথবাহিনী জানান, এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল, অর্থ ছিনতাই ও শারীরিকভাবে জখম করে পথচারীসহ যাত্রীদের নাজেহাল করে আসছে।
ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদেরকে আশুলিয়া থানা হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭