ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কিনছে সরকার


নভেম্বর ১৮, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আনসার বাহিনীর জন্য নতুন করে ১৭ হাজার শর্টগান কেনা হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে তিনি বলেন, “আনসার বাহিনীর ব্যবহৃত অস্ত্রগুলো খুবই পুরনো হয়ে যাওয়ায় সেগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি ওয়ার্ন ক্যামেরা কেনা হবে না। বরং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ক্যামেরা সরবরাহ করা হবে। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন করা হয়েছে। পাশাপাশি টিকার সংকট বিবেচনায় রেখে ইপিআই টিকা ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রমজানের আগে চাল ও গম আমদানি করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।