ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

আগুন–ককটেল হামলাকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার


নভেম্বর ১৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   জানমালকে ঝুঁকির মুখে ফেলে কেউ যদি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে বা ককটেল নিক্ষেপে উদ্যত হয়, সেক্ষেত্রে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার (১৬ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয়, ককটেল ছোড়ে বা পুলিশকে আক্রমণ করে—তাহলে পুলিশ কি নিরুপায় হয়ে বসে থাকবে?’

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার সময় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের বিরোধীরা।

এর আগে, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশ দেওয়ার পাঁচ দিন পর ডিএমপি কমিশনারও এ নির্দেশনা জারি করলেন।

 

 

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।