

নিজস্ব প্রতিবেদক: কারও দলীয় স্বার্থ পূরণ করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকারই হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করা। কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা নয়। বিএনপি তাই কোনও চাপ প্রয়োগের পথ না নিয়ে, ভিন্নমতের জায়গায় নোট অব ডিসেন্ট প্রদান করেছে। এটিকেই আমরা সুশাসনের অংশ হিসেবে দেখি।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭