কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ সেবার মানোন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে কর্মকর্তারা ও কর্মচারীরা সেবাদানকেই নিজেদের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা প্রত্যেক নাগরিককে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করা হচ্ছে। জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ অন্যান্য সরকারি কার্যক্রম নির্ধারিত সরকারি ফি অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে— অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না।উদ্যোক্তারা জানান, “আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি।
আমাদের লক্ষ্য— মহিনন্দ ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদে পরিণত করা, যেখানে সেবাই হবে মূল উদ্দেশ্য।”সেবা নিতে আসা এক নাগরিক বলেন, “এখানে খুব অল্প সময়েই সেবা পাওয়া যায়, আর কর্মকর্তাদের ব্যবহারও অত্যন্ত আন্তরিক।”ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, “সেবার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পুরো ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।”প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “সরকারি নির্ধারিত ফি-এর বাইরে কোনো অর্থ নেওয়া হয় না। আমরা টেকসই উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছি।”

