ঝিনাইদহ প্রতিনিধি: রোজ রবিবার ১২ ই অক্টোবর বিকাল ৪ টায় ঝিনাইদহ জেলার উপজেলার চাঁদপুর বাজারে ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলার সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলার সভাপতি কমরেড স্বপন কুমার বাগচী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলার আহবায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলার সম্পাদক মন্ডলী সদস্য কমরেড মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু ,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা কমিটির সদস্য আসাদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সাধারণ জনগণের স্বপ্ন লুন্ঠিত হয়ে যেন হতাশায় পরিণত হয়েছে। ২৪ এর গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে গরিব মানুষের খাদ্য কাজ রেশন দিতে হবে সেইসাথে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। জান বাঁচাও দেশ বাঁচাও এই লক্ষ্যে মাপ সন্ত্রাস হত্যা ধর্ষণ চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নইলে সাধারণ মানুষ আবারো গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়বে। জুলাইয়ের গণঅভ্যুত্থান জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ভারতীয় আগ্রাসন বাদের বিপরীতে অনুষ্ঠিত হয়েছিল সেই ক্ষেত্রে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কোন সুযোগ নেই এবং বন্দর লিজ দেওয়ার চক্রান্ত রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে ঘোষিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কৃষকের কৃষি উপকরণ এর মূল্য কমাতে হবে এবং কৃষকের ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে। সেই সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ জেলার জিকে শেষ প্রকল্প চালু এবং কৃষকের সরকারি চাকরিজীবীদের ন্যায় পেনশন ভাতা চালু করতে হবে। দেশ যদি সমস্ত প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে মার্কিন আগ্রাসনের কাছে মাথা নত করা চলবে না সেই লক্ষ্যে বামপন্থীদের নেতৃত্বে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭