ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৭৮ কেজি গাঁজা ও ৪৭ বোতল মদ জব্দ


অক্টোবর ২৬, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযান চালিয়ে ৭৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৪৭ বোতল মদ জব্দ করেছে। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(২৫ অক্টোবর) রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্তের শূন্য লাইনের কাছের ঝোপঝাড় থেকে মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

‎হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সবসময় মাদক পাচার ও চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।’’ তিনি আরও বলেন, “সীমান্তবর্তী জনগণকে সামাজিকভাবে মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।”বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জে হস্তান্তর করা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।