হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ পরীক্ষায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পরীক্ষার সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন.এম সাজেদুর রহমান।
তিনি পরীক্ষা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরিদর্শন ও মূল্যায়ন করেন।
প্যারেড পরীক্ষায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সদরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মহসিন আলী, সহকারী পুলিশ সুপার (চুনারুঘাট সার্কেল) রাজিবুল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা পুলিশের কর্মকর্তারা জানান, এই পদোন্নতি পরীক্ষার মাধ্যমে শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে পুলিশ সদস্যদের মূল্যায়ন করে পরবর্তী পদোন্নতির জন্য মনোনয়ন দেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭