ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে পুলিশ বিভাগের পদোন্নতি পরীক্ষা-২০২৫ সম্পন্ন


অক্টোবর ১৩, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জে পুলিশ বিভাগের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আয়োজিত পদোন্নতি  পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত। সোমবার (১৩ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।‎পরীক্ষায় কনস্টেবল ও নায়েক পদে থাকা কর্মকর্তারা অংশ নেন। পরীক্ষার আওতায় কনস্টেবল পদ থেকে এএসআই (সশস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য প্রার্থী নির্বাচিত হন। অনুষ্ঠানে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড প্রদর্শনী এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের সামগ্রিক দক্ষতা যাচাই করা হয়।

‎হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান পরীক্ষার সভাপতিত্ব করেন। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে নিয়ে প্রার্থীদের কার্যক্রম পর্যালোচনা এবং পরীক্ষা গ্রহণ করেন।‎পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার উদ্দেশ্য হল কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা যাচাই এবং কর্মক্ষমতা মূল্যায়ন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।