

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে অনুষ্ঠিত কল্যাণ সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।সভায় জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের কর্মপরিস্থিতি, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার জেলা পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়াও জেলার অফিসার ও ফোর্সদের দায়িত্বপরায়ণতা ও বিভিন্ন কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য পুরস্কার প্রদান করা হয়।
বিশেষভাবে শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা দেওয়া হয়।কল্যাণ সভার পর জেলা পুলিশ কার্যালয়ে সেপ্টেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি ও পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল কর্মকর্তারা, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭