রংপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় গঙ্গাচড়ায়ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলার সকল এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী আয়োজনে গঙ্গাচড়া জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া শরিফ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক রায়হান সিরাজী।
গঙ্গাচড়া সিনিয়র আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল বাকী লিটনের সভাপতিত্বে ও সাউদ পাড়া ইসলামিয়া বহুমুখী আলীম মাদ্রাসার অধ্যক্ষ রোকন উজ্জামানের সঞ্চালনায় শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক রিফাতুজ্জামান, খলেয়া খাপড়িখাল স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম, পাইকান ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মহসিন আলী, প্রভাষক শ্যামল চন্দ্র রায়, কেএনবি স্কুলের শিক্ষক আবুল হোসাইন হাশেম প্রমূখ।
এছাড়াও বক্তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের চলমান আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান।
তারা উল্লেখ করেন, ২০% বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধিকরাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের দাবিতে ঢাকায় অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশের নির্মম হামলার তীব্র প্রতিবাদ জানান। শিক্ষকদের এসব যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া না হলে আন্দোলন কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।কর্মসূচিতে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। একই দাবিতে গঙ্গাচড়া উপজেলার সকল শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।