

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে রেলের টিকিট কালোবাজারি রোধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় অবৈধভাবে টিকিট কেনার দায়ে সাতজন যাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।র্যাব জানায়, শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে দীর্ঘদিন ধরে একটি চক্র টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে যাত্রীদের কাছে বিক্রি করে আসছে।
এতে সাধারণ যাত্রীরা নিয়মিত টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাবের অভিযানে অবৈধভাবে টিকিট কেনার অভিযোগে সাতজন যাত্রীকে আটক করা হয়।পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোসেন দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজনের কাছ থেকে মোট ২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেন।অভিযান শেষে ইউএনও পল্লব হোসেন দাস বলেন, ‘রেলের টিকিটের কালোবাজারি রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীরা যাতে অবৈধভাবে টিকিট না কেনে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭