রংপুর প্রতিনিধি: রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে পাগলাপীর স্কুল এন্ড কলেজে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার) বিকেলে মো: শামীম মিয়ার সঞ্চালনায় রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুজ্জামান জেপলিনের সহধর্মিণী আজকের আয়োজনের প্রধান অতিথি নাজমা বেগম।
মতবিনিময়ের শুরুতেই সকলেই নিজের পরিচয় প্রদান করেন এবং উপস্থিত সকলের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সকলেই মতামত ব্যক্ত করে বলেন, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদ একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠী ও প্রবাসীদের সার্বিক সহযোগীতায় কাজ করবে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য হয়ে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখলে, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড সাধন করা সহজ হবে।
পাগলাপীর এলাকার মানবাধিকার কর্মী মাহফুজ বলেন,প্রবাসী কল্যাণ পরিষদ, যে মহতী লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে, আমরা সমাজের সচেতন নাগরিক হিসবে প্রবাসী কল্যাণ পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করছি ।
সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল বলেন, প্রবাসী কল্যাণ পরিষদ যেহেতু সেচ্ছাসেবী সংগঠন আমি প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরুজ্জামান জেপলিনকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পাগলাপীর জাগ্রত মানবতার ফাউন্ডেশনের পরিচালক রেয়াজুল ইসলাম বলেন, আমি মেহেরুজ্জামান জেপলিন ভাইকে সাধুবাদ জানাই। তিনি মানবতার কল্যাণে রংপুর প্রবাসী কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে নিয়ে ভাবছেন। আমরা এই পরিষদের সাথে থেকে সামাজিক কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ।
গঙ্গাচড়া থেকে আগত সাংবাদিক মাহফুজার রহমান (মাহফুজ) বলেন, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমি প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি সূদুর আমেরিকায় বসে রংপুরের পিছিয়ে পরা মানুষগুলোকে নিয়ে ভাবেন এবং তাদের পাশে দাঁড়ানোর মহতী উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
আয়োজনের প্রধান অতিথি নাজমা বেগম বলেন, আমার স্বামীর চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদেরকে নিয়ে প্রবাসী কল্যাণ পরিষদের সকল কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে চাই।
আলোচনা শেষে সকলেই রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের পাশে থেকে সকল লক্ষ, উদ্দেশ্য ও কার্যক্রমকে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭