ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

মাধবপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু


অক্টোবর ১৮, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

‎হবিগঞ্জ প্রতিনিধি:   ‎হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় পুকুরে ডুবে মোহতাসিন খান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গরুর হাটসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।‎‎নিহত মোহতাসিন শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা ইকবাল হোসেন খানের ছেলে।‎পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মোহতাসিন তার ছোট বোন ওয়াসিফা খানম সাঈদাকে নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পা পিছলে সে গভীর পানিতে পড়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পুকুরটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত পুকুরের চারপাশে বেড়া ও সতর্কীকরণ চিহ্ন স্থাপনের দাবি জানিয়েছেন।‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহিদউল্লা জানান, ঘটনাটি দুঃখজনক। শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।