

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত এক ধর্ষণ মামলার মূল আসামী মোঃ ফয়েজ মিয়া চট্টগ্রাম থেকে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে।র্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর পারিবারিক কলহের পর এক্তিয়ারপুর গ্রামের ভিকটিম বাড়ি থেকে বের হওয়ার সময় ফয়েজ মিয়া তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী গোয়াল ঘরে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার আসামী দীর্ঘদিন পলাতক থাকায় র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ও র্যাব ৭ যৌথ অভিযান চালিয়ে (৯ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঁইয়া থানার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ফয়েজ মিয়াকে (৩০) গ্রেফতার করে।গ্রেফতারকৃত ফয়েজ মিয়া মাধবপুর থানার এক্তিয়ারপুর গ্রামের ইছব আলীর ছেলে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭