হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ইয়াবাসহ আলী আকবর (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতার আলী আকবর ওই এলাকার মৃত দেলোয়ার মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
এসময় আলী আকবরের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা জানান, আলী আকবর একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।