মাদারীপুর প্রতিনিধি:   মাদারীপুরের শিবচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গবাদিপশু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ত্রাণ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আফসানা বিলকিস।
জানা যায়, সম্প্রতি শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের হাতে দুই বান্ডিল করে ঢেউটিন ও ঘর নির্মানের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। একই সময় সমাজসেবা অধিদফতরের আয়োজনে দুটি পরিবারের মাঝে গবাদিপশুও বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানবিক সহায়তা পেয়ে দারুণ খুশি।
এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা সিহাবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                    
 
                                 
                                 
                                 
                                