

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জাতীয় দৈনিক ভোরের খবর-এর নাম ও লগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও মনগড়া সংবাদ প্রচার করা হয়েছে। “মোড়েলগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী পরিবার” শিরোনামে প্রকাশিত তথাকথিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে ভোরের খবর কর্তৃপক্ষ।
পত্রিকা কর্তৃপক্ষ জানায়, উক্ত শিরোনামের কোনো সংবাদ ভোরের খবর অনলাইন বা প্রিন্ট সংস্করণে কখনও প্রকাশিত হয়নি। অসাধু ব্যক্তি বা গোষ্ঠী ভোরের খবরের লোগো ও পেইজ ডিজাইন হুবহু নকল করে একটি এডিটেড চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা পাঠকদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।
ভোরের খবরের সম্পাদকীয় কর্তৃপক্ষ এই মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন—
“আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা হিসেবে এই ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
পত্রিকা সংশ্লিষ্টরা সবাইকে অনুরোধ করেছেন— ভোরের খবরের অফিসিয়াল ওয়েবসাইট ও যাচাইকৃত ফেসবুক পেইজ ছাড়া অন্য কোনো উৎস থেকে প্রকাশিত তথ্যে বিভ্রান্ত না হতে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭