

জেলা প্রতিনিধি: মাথায় ইনফেকশন জনিত রোগে আক্রান্ত এক বছরের শিশু মিম এর সকল চিকিৎসার দায়িত্ব নিলেন পাবনা সদর ০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস , গত ১০ অক্টোবর শিশু মিম অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং তাকে ICU তে রাখা হয় কিন্তু ০১ বছরের শিশু মিমের পরিবারের দরিদ্রতার কারনে, একদিনের বোকেয়া বিল না দেওয়ার কারনে, শিশু মিম কে ১১ অক্টোবর আনুমানিক বিকালের দিকে ICU থেকে বের করে দেওয়া হয় বলে জানান তার মা আলো বেগম, তিনি আরো বলেন আমার মেয়ের অবস্থা বেশি ভালোনা দ্রুত চিকিৎসা না দিলে হয়তো বাচাতে পারবোনা। সরকারি শিশু হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাধে আরেক বিপত্তি, একটি কাপড় ও বেসরকারি হাসপাতাল এর গেট থেকে বের করতে দিবেনা বোকেয়া পরিশোধ না করা পর্যন্ত। এসময় একদম ই ভেঙে পরেন সদ্য বিধবা আলো বেগম এদিকে স্বামীর শোক' আরেকদিকে ১ বছরের মাসুম বাচ্চা শিশু মিম এর অসুস্থতা।
গত প্রায় ২ মাস আগে অকাল মৃত্যু হয় শিশু মিমের বাবা মিলনের এই করুন অবস্থায় কনো কূল কিনারা না পেয়ে, নিজ এলাকা পাবনায় ১১ অক্টোবর রাত্রি আনুমানিক ১০ টার দিকে এক ছাত্রদল নেতার কাছে সহোযোগিতা চাইলে তিনি ঘটনা টা জানান, মানবিক রাজনীতিবীদ এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস কে, তাকে বিস্তারিত জানানো হলে তাৎক্ষণিকভাবে বেসরকারি হাসপাতালের বোকেয়া প্রায় ৩০ হাজার টাকা পরিশোধ করে এবং উন্নত চিকিৎসার লক্ষ্যে বাংলাদেশ সরকারি শিশু হাসপাতালে নেওয়ার ব্যাবস্থা করেন এবং সকল ধরনের চিকিৎসার ব্যাবস্থা করে দেন, এছাড়া শিশু মিমের চিকিৎসার সকল দায়িত্ব নেন শিমুল বিশ্বাস।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭