টঙ্গীবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ২,৩ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ আছর হাসাইল বাজারের দোকানদারদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল গাজি,উপজেলা বিএনপির সদস্য কাদির বেপারী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া খান,সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মৃধ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি ছৈয়দ আহমেদ, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি শামসুদ্দিন মুন্সী, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা তুহিন গাজী সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                    
 
                                 
                                 
                                 
                                