

ইবি প্রতিনিধি: ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঘটিকায় ক্যাম্পাস সংলগ্ন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে তারা।সংগঠনটির ইবি শাখার সেক্রেটারি ইউসুফ আলীর সঞ্চালনায় এবং সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এতে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মু. মাহমুদুল হাসান বলেন, ‘২০০৬ সালের ২৮শে অক্টোবর জাতির জন্য কলঙ্কময় একটি দিন। যেদিন ক্ষমতার উন্মত্ততায় কিছু নৃশংস রাজনৈতিক কর্মীর হাতে বাংলাদেশের মাটি রক্তাক্ত হয়েছিল। সেদিন স্বৈরাচার আওয়ামী দোসররা খুনি হাসিনার নির্দেশে রাজধানীতে লগি-বৈঠার তাণ্ডবলীলা চালায়। অসংখ্য ভাইকে তারা ঢাকার রাস্তায় রক্তাক্ত করেছে, খুন করেছে। এ জালিমেরা এখানেই ক্ষান্ত হয়নি, এমনকি তারা বর্বরতার সব ইতিহাসকেও হার মানিয়ে পিটিয়ে হত্যা করা মানুষের লাশের উপরে বিকৃত নৃত্য করতে কুণ্ঠাবোধ করেনি।
এই ঘটনা ছিল একটি ফ্যাসিবাদী উত্থানের সুস্পষ্ট ইঙ্গিত। এই ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কীভাবে ক্ষমতা কুক্ষিগত করার হীন উদ্দেশ্যে সহিংসতা ও সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। সেদিন যারা শাহাদাত বরণ করেছিলেন, তারা কেবল কয়েকটি জীবন ছিলেন না, তারা ছিলেন ন্যায়ের জন্য সংগ্রামরত ইনসাফের প্রতীক, সাহসের প্রতীক।এসময় তিনি আরো বলেন, এই দিবসটি কেবল শোক পালনের জন্য নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষার দিন, প্রতিজ্ঞার দিন। এই দিবস আমাদের প্রেরণা জোগায় সেই সকল শহিদদের আদর্শকে হৃদয়ে ধারণ করে পথ চলার, যারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন জালেমের কাছে মাথা নত করা যায় না। তাদের আত্মত্যাগ আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭