কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের গর্ব, তরুণ নেতা সাঈদ বিন হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কিশোরগঞ্জ ছাত্রফোরাম ঢাকা।শুভেচ্ছা জানাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার সেক্রেটারি আব্দুল কাদের জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মবিন এবং সদস্য সচিব আশিকুর রহমান সাকিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাঈদ বিন হাবিবের নেতৃত্বে চাকসু হবে শিক্ষার্থীবান্ধব ও জবাবদিহিমূলক। তারা কিশোরগঞ্জের এই তরুণ নেতৃত্বের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং আগামীর নেতৃত্বযাত্রায় তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                    
 
                                 
                                 
                                 
                                