

হবিগঞ্জ প্রতিনিধি: নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, হবিগঞ্জের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।“তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা; বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠন; বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম সাথী বলেন, বর্তমানে নারীরা আগের তুলনায় অনেক বেশি সচেতন ও আত্মনির্ভরশীল। তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পারিবারিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। তিনি বলেন, সরকার নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, ঋণসহ নানা সহায়তা প্রদান করছে। উদ্যোক্তা হওয়ার আগ্রহী নারীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুমানা আক্তার। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের চলমান নারী উন্নয়ন, প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং নারীদের যেকোনো প্রয়োজনে অধিদপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. আসাদুজ্জামান কাউছার। তিনি বলেন, পরিবার থেকেই নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো সহিংসতার ঘটনায় দ্রুত সহযোগিতা পেতে সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ নম্বরে কল সেবা চালু করেছে।সমাবেশে স্থানীয় নারী উদ্যোক্তা, সমাজকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭