

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিজনা নদীর তীর থেকে গাছে ঝুলন্ত অবস্থায় সাহিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকার নদীতীরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।নিহত সাহিদা বেগম উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) রাতে সাহিদা বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন সকালে নদীর তীরে একটি আকাশি গাছে শাড়ি পেঁচিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের স্বামী মোশাহিদ আলী বলেন, “আমার স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার রাতে খুঁজে না পেয়ে সকালে তার মৃত্যুর খবর পাই।”নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।”পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও স্থানীয়দের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে নানা আলোচনা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ   এ্যাড. নজরুল ইসলাম ।  ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান।  অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
