ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে লাইসেন্স নিয়ে বালু ভরাট করেন জিয়া সরদার


অক্টোবর ১৭, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা ব্রীজের উত্তরে মেইন রোডের পাশে অবৈধ ড্রেজার দিয়ে প্রকাশ্যে নাল জমি ভরাট করছে ওই এলাকার জিয়া সরদার। পাশের পুরা বাজার খালে বাল্কহেড রেখে ড্রেজার দিয়ে এই ভরাট বানিজ্য চালিয়ে যাচ্ছেন তিনি। জমি ভরাটের কোনো অনুমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে জিয়া সরদার বলেন,আমি লাইসেন্স নিয়েই এই জমি ভরাট করছি। আমি এখানে বালুর গদি বানাবো তাই ভরাট করছি।

কার থেকে কোথা থেকে বালু ভরাটের লাইসেন্স নিলেন এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরুব্বি বলেন, শুধু এই জায়গা না আরো অনেক জায়গা ই ড্রেজার দিয়ে ভরাট করছে জিয়া সরদার। প্রতি বছর যেখানে আলু লাগাতো এইবার সেই জমি গুলো ড্রেজার দিয়ে ভরে ফেলছে। ড্রেজার দিয়া জমি ভরা নিষিদ্ধ এইটাই তো আগে জানতাম না।আজকেই আপনাদের মাধ্যমে জানলাম।এ বিষয়ে টঙ্গীবাড়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোস্তাফিজুর রহমান বলেন, বালু ভরাট করার জন্য কাউকে লাইসেন্স দেওয়া হয়নি। ড্রেজারের বিরুদ্ধে প্রশাসন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছে। খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।