

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার নির্মাণাধীন শিশু পার্ক চত্বরে এ সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভায় টঙ্গীবাড়ী বাজার কমিটির সভাপতি আবুল হোসেন শেখ ও ক্রিয়া সম্পাদক ফারুক মাঝি। তারা অভিযোগ করেন, “প্রতিফলন” নামের একটি ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং সম্মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এ ধরনের মিথ্যা সংবাদে তাদের সামাজিক অবস্থান ও কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।
সভায় বক্তারা বলেন, “আমরা সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টঙ্গীবাড়ীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। অথচ কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে আমাদের চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে।”তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।বাজার কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এটি একদিকে যেমন ব্যক্তি বিশেষের মর্যাদাহানি ঘটায়, অন্যদিকে সামাজিক অস্থিরতাও ডেকে আনতে পারে।”এদিকে, টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বহুল প্রত্যাশিত শিশু পার্ক নির্মাণ প্রকল্প ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং এটি ঘিরে ইতিবাচক উন্নয়ন ভাবনা এগিয়ে চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭