

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ললিপপ এর লোভ দেখিয়ে ৫ বছরের শিশু কে ধর্ষণের অভিযোগে শহিদ শেখ নামের একজন কে গ্রেফতার করেছে পুলিশ। শহিদ উপজেলার চাষি বালিগাও গ্রামের মৃত জলিল শেখ এর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে রবিবার (১২অক্টোবর) দুপুর ২ টায় শহিদ ওই শিশু কে ললিপপ এর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের মা চারিদিকে খোজাখুজি করে প্রতিবেশি শহিদের ঘরে মেয়েকে দেখতে পায়। মেয়ের হাটা চলায় সন্দেহ হলে শহিদ কে মেয়ের মা বলে আমার মেয়ে হাটতে পারছেনা কেনো তখন শহিদ বলে খাট থেকে পরে পায়ে ব্যথা পাইছে। এরপর মেয়েকে বাড়িতে নিয়ে গেলে মেয়ে ঘনঘন টয়লেটে গেলে মেয়ের মায়ের সন্দেহ হয়। পরে মেয়ে সব খুলে বললে মেয়ের মা অন্যান্য প্রতিবেশি কে জানালে এলাকাবাসী ধর্ষক শহিদ কে খোজতে থাকে পরে লৌহজং দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক কে স্থানীয় জনতা আটক করে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ধর্ষক কে আটক করে থানায় নিয়ে আসে এবং ভিক্টিম কে চিকিৎসার জন্য টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিক্টিম এর অবস্থা আশংকা জনক হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার সেকেন্ড অফিসার মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শহিদ কে আটক করা হয়। ডাক্তারি পরিক্ষায় ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। সোমবার (১৩অক্টোবর) ধর্ষক কে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭