মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আমির হোসেন দোলন। বুধবার (১অক্টোবর) বিকেলে ধীপুর,পাঁচগাঁও, হাসাইল সহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. মিজানুর রহমান সিনহার নির্দেশে ও সনাতন ধর্মালম্বী ভাই-বোনেরা যাতে সুন্দর ও নিরাপদে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষে আমাদের উপজেলার প্রায় সব কয়টি পূজা মন্ডপ ঘুরে ঘুরে হিন্দু ভাই বোনদের খোজ খবর নিচ্ছি।
এসময় তিনি আরও বলেন “আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের আনন্দ ভাগাভাগি করার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে।”এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি’র সহ সভাপতি আকতার হোসেন মোল্লা,জেলা বিএনপির সদস্য ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল,ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, হাসাইল বানারী ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ অনিক, যুগ্ম আহবায়ক রাজিব শেখ, যশলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুন বেপারী, সাবেক উপজেলা ছাত্রদল নেতা জনি মল্লিক, সজিব রায়হান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।