

সিলেট প্রতিনিধি: সিলেট সেক্টরের অধিনস্হ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র একটি বিশেষ অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকা থেকে ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) ভোরে সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে কোনো মালিক না থাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়। এসব মহিষের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।
এ বিষয় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মহিষগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭