

ইবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় এ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু হয় ও ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।মিছিলে নেতাকর্মীরা “ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কি করে?”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “খুন হয়েছে আমার ভাই , ঘরে থাকার সময় নাই”, “আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে”, “জিয়ার সৈনিক, এক হও লড়াই করো”, “জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ”, “একশান টু একশান, ডাইরেক্ট একশান”, “ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”, ইত্যাদি স্লোগান দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, আবু সাইদ রনি, তৌহিদ, স্বাক্ষর, আলামিন সহ অন্যান্য নেতাকর্মীরা।শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে। যদিও জুবায়েদের ছাত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি একজন লাল শার্ট পড়া ও একজন ব্ল্যাক শার্ট পড়া ব্যক্তি। যাদেরকে পুলিশ এখনো দেখতে পেয়েছি। আমাদের দাবি অতিদ্রুত তাদের গ্রেফতার করতে হবে।
উল্লেখ্য, জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭