

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়। এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে ইউএনও শফিকুল ইসলামের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উলুকান্দি গ্রামের নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের শাহজাহান মিয়া (৩২), শানখলা গ্রামের শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের ওয়াহিদ মিয়া (২৩), শানখলার আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের ইউসুফ (২৩), হলহলিয়া গ্রামের এনামুল হক (১৯), ডেউয়াতলীর জামাল মিয়া (২১), ফান্দ্রাইল গ্রামের রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আতর আলী (৪২) ও নুরুল ইসলাম (৪৩), এবং বদরগাজী গ্রামের সারাজ মিয়া (৩০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় প্রশাসন জানায়, অবৈধ সিলিকা বালু উত্তোলনের ফলে এলাকায় জমি ক্ষয়, নদীর গতিপথ পরিবর্তন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ কারণে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭