

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জাহিদুল ওই ইউনিয়নের চক রহিমাপুর (মন্ডলপাড়া) এলাকার বাসিন্দা মোকছেদ আলীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় মাদক কারবারি জাহিদুলের মালিকানাধীন সজীব নামের একটি পরিত্যক্ত ভাতের হোটেল থেকে অ্যালুমিনিয়াম ও কাঁচের তৈরী খাবার রাখার র্যাকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি প্লাষ্টিক বস্তায় পাঁচ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ বলেন,অভিযান চালিয়ে জাহিদুলের হেফাজতে থাকা গাঁজা জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় জাহিদুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭