

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজা ও একটি ওয়াকিটকি সেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শনিবার (১৪ অক্টোবর) বিকেলে পৌরশহরের চারমাথা মোড়ে ঢাকাগামী আতাউল্যাহ পরিবহনে তল্লাশী চালায় পুলিশের একটি টিম। এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে এসময় ১৪ কেজি গাঁজা ও একটি ওয়াকিটকি সেট উদ্ধারসহ দুইজনকে আটক করে।আটককৃত সুমন রহমান (৪২), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউপির খাওনার দরগা গ্রামের মৃত জামুউদ্দীনের ছেলে এবং সুজন প্রামাণিক (৪০), একই উপজেলার গুনাইগাছ ইউপির সন্তোষ অভিরামপুর গ্রামের বকতার প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে অভিযানকালে মোট ১৪ কেজি গাঁজা ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত ব্যাগও জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭