ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে শেখ মুত্তাজুল ইসলামের যোগদান


অক্টোবর ১৯, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) হিসেবে শেখ মুত্তাজুল ইসলাম (বিপি-৯১১৮২২০৫১৩) যোগদান করেছেন।শনিবার (১৮ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম যোগদান উপলক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীবসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনার ডুমুরিয়া এলাকার ছেলে শেখ মুত্তাজুল ইসলাম ৩৬তম বিসিএসে পুলিশ ক্যাডার পদে মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে জামালপুরে কর্মরত ছিলেন।
এছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে গোপালগঞ্জ,সহকারী পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি গুলশান ও রমনা ট্রাফিক বিভাগ, ঢাকা ক্যান্টনমেন্ট জোন, এসপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তার দক্ষ নেতৃত্ব ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।