ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে যানজট নিরসনে পুলিশের উদ্যোগ


অক্টোবর ২০, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:   কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে মাঠে নেমেছে মডেল থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিজে উপস্থিত থেকে পথচারী, ব্যবসায়ী ও যানচালকদের সচেতন করতে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “কিশোরগঞ্জের যানজট নিরসনে আমি নিজে মাঠে থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাব। ফুটপাত পথচারীদের জন্য, তাই রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বটতলা মোড়, কালী বাড়ি মোড়, গৌরাঙ্গ বাজার মোড়, পুরান থানা মোড়, বড়বাজার, আখড়াবাজার ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।