

কাজিপুর উপজেলা প্রতিনিধি: কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম রেজা মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা প্রায় ৭ ঘণ্টা কাজিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রায় ১০টি মণ্ডপে গিয়ে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভেচ্ছা জানান।তার এই পরিদর্শনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মণ্ডপে উপস্থিত পূজারিরা জানান, রাজনৈতিক নেতারা যখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুখ-দুঃখের সঙ্গী হন, তখন সমাজে সত্যিকারের সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম,উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু সহ উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।মোঃ সেলিম রেজা বলেন, কাজিপুরে সব ধর্মের মানুষ মিলেমিশে যেন আনন্দের সঙ্গে এই উৎসব উদযাপন করতে পারে, সেটাই আমার কামনা। আমি সবসময় মানুষের সুখ-দুঃখের পাশে থাকতে চাই এবং কাজিপুরবাসীর আস্থা অর্জন করাই আমার জীবনের বড় লক্ষ্য।”পরবর্তীতে প্রভাষক আব্দুস সালাম বলেন, “আমাদের নেতা সেলিম রেজা শুধু রাজনীতির মাঠে নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। কাজিপুরের মানুষ তার মধ্যে একজন যোগ্য নেতৃত্ব দেখতে পাচ্ছে। তিনি নিঃসন্দেহে আগামী দিনে আমাদের এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭